ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ২১ মে থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার এই তারিখ ঘোষণা করা হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ক ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ মে, খ ইউনিটের ২২ মে, গ ইউনিটের ২৭ মে, ঘ ইউনিটের ২৮ মে ও চ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ জুন অনুষ্ঠিত হবে। চতুর্থ বিষয় বাদে এসএসসি ও এইচএসি পরীক্ষার জিপিএর গড় হতে হবে ক ইউনিটের জন্য ৮ দশমিক ৫, এছাড়া খ, গ ও ঘ ইউনিটের জন্য ৮ ও চ ইউনিটের জন্য ৭ জিপিএ।
ভর্তির আবেদন শুরু হবে ৮ মার্চ থেকে।এসএসসি ও এইচএসসি ফলের ওপর ২০ নম্বরের মূল্যায়ন থাকবে। এবার ভর্তি পরীক্ষা হবে ১২০ নম্বরের। এর মধ্যে লিখিত ৪০ ও বহু নির্বাচনী বা এমসিকিউ ৬০ নম্বরের।
এর আগে ভর্তি পরীক্ষা ২১ মে শুরুর প্রস্তাব দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। মঙ্গলবার কমিটির এক বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।