২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শনিবার

বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থগিত হওয়া স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আগামীকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ১০টায় ভার্চুয়ালি এ বৈঠকে মিলিত হবেন দু’দেশের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের একান্ত সচিব মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন। ভারতের পক্ষে বৈঠকে দেশটির স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা নেতৃত্ব দেবেন।

সকাল সাড়ে ১০টায় এ বৈঠক শুরু হয়ে দুপুর পর্যন্ত চলবে বলেও জানান মাহবুবুল আলম। গত বছরের ২৯ নভেম্বর দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায় শুরু হওয়ায় বৈঠকটি স্থগিত করা হয়।

(Visited ১৫ times, ১ visits today)

আরও পড়ুন

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
চাল আমদানির সুযোগ পাচ্ছে ১২৫ প্রতিষ্ঠান
ঈদে বাড়ি যেতে মানতে হবে ১২ নির্দেশনা
মাস্ক পরা বাধ্যতামূলক, না মানলে শাস্তি
বাড়ছে করোনা আসছে কঠোর নির্দেশনা!
মাত্র কয়েক ঘণ্টা পর সাধারণের জন্য উন্মুক্ত হবে পদ্মা সেতু
পদ্মা সেতু সাঁতরে মঞ্চে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলল কিশোরী
মাদারীপুর শিবচরের জনসভায় প্রধানমন্ত্রী