২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

লবণভর্তি কাভার্ডভ্যানে লুকানো ছিল ১৯ হাজার ইয়াবা, আটক ২

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন এলাকা থেকে লবণভর্তি কাভার্ডভ্যান থেকে ১৯ হাজার ১৫০টি ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১১ এর সদস্যরা।
শুক্রবার সকালে সোনারগাঁ আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জের সদর উপজেলার পাইকপাড়া এলাকার মো. আবতাব এর ছেলে মো. সুমন, একই উপজেলার তামুকপট্টি এলাকার মো. আলী আকবরের ছেলে মো. সেলিম।

র‌্যাব-১১’র অ্যাডিশনাল এসপি জসিম উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। পরে একটি কাভার্ডভ্যান তল্লাশি চালিয়ে ১৯ হাজার ১৫০টি ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। এ সময় পাচারের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও আটক করা হয়।

তিনি আরো জানান, কাভার্ডভ্যানের ভেতরে বিশেষ কৌশলে টিন কেটে পাচারকৃত ইয়াবাগুলো লুকানো ছিল। পরে তাদের দেখানো মতে লবণ সরিয়ে মেশিনের মাধ্যমে বডির টিন কেটে ১৯ হাজার ১৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।

(Visited ১৮ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ