২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

লেখক মোস্তাক আহম্মেদের মৃত্যুর তদন্ত করতে ৫ সদস্যের কমিটি গঠন

লেখক মোস্তাক আহম্মেদের মৃত্যুর ঘটনা তদন্ত করতে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই কমিটিকে আগামী চার কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন-সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব তরুন কান্তি শিকদার, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম, ময়মনসিংহের কারা উপ-মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির, গাজীপুরের জেলা কারাগারের সহকারী সার্জন ডা. কামরুন নাহার ও সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব আরিফ আহমেদ। উক্ত ৫ সদস্যের তদন্ত কমিটিতে আগামী ৫ কর্ম দিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে লেখক মোশতাক আহমেদের কারাগারে মৃত্যুর ঘটনার প্রতিবাদে ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্র সংগঠন গতকাল শুক্রবার সন্ধ্যায় একটি মশাল মিছিল বের করে৷ মিছিল পরবর্তী সময়ে পুলিশের লাঠিচার্জ ও তৎপরবর্তী ঘটনায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন এসআই মিন্টু মিয়া।

(Visited ১৪ times, ১ visits today)

আরও পড়ুন

পেপসির সঙ্গে বিষ খাইয়ে খুন, যুবকের যাবজ্জীবন
পদ্মা সেতু উদ্বোধনে দাওয়াত পেলেন প্রধান বিচারপতিসহ সব বিচারপতি
পৃথক দুই মামলায় হাইকোর্টে খালেদা জিয়ার স্থায়ী জামিন
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা: ৩ যুবকের ফাঁসি
তারেকের স্ত্রী জোবায়দাকে পলাতক ঘোষণা করেছেন আপিল বিভাগ
দুদকের মামলায় কাল আত্মসমর্পণ করবেন সম্রাট
সম্রাটের জামিন বাতিল চেয়ে আবেদন : দুদকের
ল’ ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের জমকালো এক দশক উদযাপন