২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

শেষ হলো বৃহত্তর পয়ালগাছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সপ্তম আসর

শেষ হয়ে গেল আজ বৃহত্তর পয়ালগাছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সপ্তম আসর।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে কুমিল্লা জেলার বরুড়া থানার ঐতিহ্যবাহী পয়ালগাছা গ্রামের হাই স্কুল মাঠে দুই শক্তিশালী দল চাংঙ্গীনি ফুটবল একাদশ, চাঁদপুর বনাম মিয়ার বাজার স্পোর্টিং ক্লাব, কুমিল্লার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উত্তেজনা পূর্ণ এই ম্যাচটিতে চাংঙ্গীনি ফুটবল একাদশ ৩-০ গোলে মিয়ার বাজার স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শিরোপা জিতে নেয়।

টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটি দেখার জন্য মাঠে কয়েক হাজার দর্শক সমাগম ঘটে। দু’দলের সমর্থকদের মুখরতায় ও জমকালো পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্দা নামলো পয়ালগাছা ক্রীড়া সংঘ কতৃক আয়োজিত টুর্ণামেন্টটির সপ্তম আসরের।

খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী দলের হাতে গোল্ডকাপটি তুলে দেন প্রধান অতিথি সাবেক নৌবাহিনীর প্রধান ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান রিয়াল এডমিরাল আবু তাহের। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক রোকসানা তাহের চৌধুরী।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পয়ালগাছা ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি, ওয়ারী ক্লাবের ফুটবল সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া অনুরাগী জিল্লুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিদুর রহমান মিরাজ, সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ও যুগ্ন সাধারণ সম্পাদক ওয়ারী ক্লাব, ঢাকা, রিয়াজ চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও সাবেক সাধারণ সম্পাদক ঢাকা রিপোটার্স ইউনিট (ডিআরইউ), সাবের হোসেন চৌধুরী, এসোসিয়েট প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়, জসিম উদ্দিন মিয়াজী, প্রভাষক, নর্দান ইউনিভার্সিটি, ঢাকা, সফিউল রহমান চৌধুরী, বিশিষ্ট ব্যাবসায়ী, মো. সফিকুল ইসলাম, অধ্যক্ষ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, ঢাকা, মোস্তাক পাশা মিলন, সাধারণ সম্পাদক, মহাখালী ফুটবল একাদশ, ঢাকা, মো. রমজান, সাধারণ সম্পাদক, ঢাকা বয়েজ ক্লাব, মাহফুজুল হায়দার চৌধুরী রোমেল, সহ-সভাপতি, মহাখালী ফুটবল একাদশ-ঢাকা, প্রমুখ।

এছাড়া এলাকা ও আশেপাশের এলাকার জনপ্রতিনিধিগন ও গন্যমান্য বিশিষ্টজন আনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ৩০ ডিসেম্বর ২০২০ টুর্ণামেন্টটির উদ্ভোদনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এবারের আসরে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। পুরো টুর্ণামেন্ট জুড়ে প্রচার সত্বাধিকারে ছিলো রান্নাঘর রেষ্টুরেন্ট, কক্সবাজার।

(Visited ১৬৯ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ