২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুম-গেস্টরুমে নির্যাতন বন্ধ ও মেধার ভিত্তিতে সিট বন্টনের দাবী

বাংলাদেশ ছাত্রলীগ ( ননী- মাসুদ) এর মানববন্ধন ও মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুম-গেস্টরুমে নির্যাতন বন্ধ ও মেধার ভিত্তিতে সিট বন্টনের দাবীতে আজ ৩১ জানুয়ারি, ২০২২ সোমবার বাংলাদেশ ছাত্রলীগ ( ননী-মাসুদ) কেন্দ্রীয় সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন ও মিছিল কর্মসূচি পালন করে।

আজকের মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাশিদুল হক ননী, সঞ্চালনা করেন কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, সহ-সভাপতি গোলাম কিবরিয়া,আন্তর্জাতিক সম্পাদক সৌহার্দ ইসলাম অর্ক, অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল করিম লেলিন, ক্রীড়া নিষয়ক সম্পাদক আব্দুর রহমান নিলয়, সদস্য শাহ মোঃ ছোরায়েদ সাদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য বনি আমিন সিজার, মোহাম্মদ শরিফ, ঢাকা মহানগর দক্ষিনের যুগ্ম সাধারণ সম্পাদক খান মোঃ মুরাদ, ঢাকা মহান উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক রোমান মুন্না, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিনের নেতৃবৃন্দ।

মানব বন্ধনে নেতৃদ্বয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর গেস্টরুম/গণরুমে গত ৩ মাসে প্রায় ৩০ জন মেধাবী শিক্ষার্থী মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছে। এ পর্যন্ত একজনের বিচার হয়েছে। নেতৃদ্বয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এখানে মেধাবীরা উজ্জ্বল ভবিষ্যত বিনির্মান, মেধার বিকাশ, মুক্ত বুদ্ধিচর্চার জন্য ভর্তি হয়। নেতৃদ্বয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো কারাগার বা টর্চার সেল হতে পারেনা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাকের ডগায় হলগুলোতে নিয়মিত শিক্ষার্থীদের উপর এধরনের মানসিক ও শারীরিক নির্যাতন চলছে কিন্তু প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।

নেতৃদ্বয় মানবন্ধনে বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম-গণরুমে শিক্ষার্থীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধ, নির্যাতনকারীদের বিচারের ব্যবস্থা ও মেধার ভিত্তিতে সিট বন্টনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

এছাড়াও নেতৃদ্বয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন ফি’র নামে শিক্ষার্থীদের উপর যে আর্থিক জুলুম চাপিয়ে দিচ্ছে তা বাতিলেরও দাবি জানান।

নেতৃদ্বয় বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম-গণরুমে নির্যাতন বন্ধ না হলে এবং উন্নয়ন ফি বাতিল না হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

(Visited ৩৬ times, ১ visits today)

আরও পড়ুন

কুমিল্লার মেয়র হলেন আরফানুল হক রিফাত
তিতুমীর কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আব্দুল্লাহ হাসান ছোটন
বিএনপিকে আগুন নিয়ে না খেলতে সতর্ক করেছেন : ওবায়দুল কাদের
তারেকের স্ত্রী জোবায়দাকে পলাতক ঘোষণা করেছেন আপিল বিভাগ
বিএনপিকে জনকল্যাণকর রাজনীতির পথে ফিরে আসতে আহ্বান
শিক্ষাঙ্গনে সন্ত্রাস-নৈরাজ্য অবসানে প্রতিবাদ সমাবেশ
আলোচিত পি কে হালদার আওয়ামী লীগের কেউ নয়
‘বিএনপি নেতারা চাতক পাখির মতো টেমস নদীর ওপারের নির্দেশের অপেক্ষায় থাকে’