২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

সিলেটে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জে ১৪ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে ক্বারী মাওলানা ফয়েজ উদ্দিন (৫০) নামে এক মাদ্রাসার শিক্ষককে গণপিটুনি দিয়ে গোলাপগঞ্জ মডেল থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা। ফয়েজ উদ্দিন গোলাপগঞ্জ পৌর এলাকার মুহাম্মাদিয়া তাহফিজুল কুরআন মাদরাসার পরিচালকের দায়িত্বে রয়েছেন। এঘটনায় ভিকটিমের চাচাতো ভাই গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং-১৮/২৩-০৫-২০২২ইং) দায়ের করেছেন।

জানা যায়, মাদ্রাসার ওই শিক্ষক ওই শিক্ষার্থীকে মার্চ মাসে বলাৎকার করেছেন। এরপর সবশেষ গত শনিবার আবারো জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করলে ওই শিক্ষার্থী ভয়ে মাদ্রাসা থেকে বাড়িতে পালিয়ে যায়। পরদিন মাদ্রাসা যেতে অপারগতা প্রকাশ করলে পরিবারের নিকট ওই শিক্ষার্থী সব কিছু খুলে বলে। এরপর রোববার রাতে মাদ্রাসার পরিচালক ফয়েজ উদ্দিনকে এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী। তিনি বলেন, এ ঘটনায় ভিকটিমের চাচাতো ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

(Visited ৯ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী