১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

কুমিল্লা সিটি নির্বাচনে কাউন্সিলর পদে জয়ী হলেন যারা

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদের মধ্যে আওয়ামী লীগের ১৬ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ৪ জন,বিএনপির ৩ জন, জামায়াতে ইসলামীর ২ জন ও স্বতন্ত্র ২ জন জয়ী হয়েছেন। এ ছাড়া সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের পাঁচজন, বিএনপির দুজন ও স্বতন্ত্র দুজন। গতকাল বুধবার এ নির্বাচন হয়।

২৭টি সাধারণ ওয়ার্ডের জয়ী কাউন্সিলররা হলেন ১ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর কাজী গোলাম কিবরিয়া, ২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী গাজী গোলাম ছারোয়ার, ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সরকার মাহমুদ জাবেদ, ৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মো. নাছির উদ্দিন নাজিম, ৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সৈয়দ রায়হান আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের আমিনুল ইকরাম, ৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের আবদুর রহমান, ৮ নম্বর ওয়ার্ডে জামায়াতের মোহাম্মদ একরাম হোসেন, ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের জমির উদ্দিন খান, ১০ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মঞ্জুর কাদের (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ১১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের হাবিবুর আল-আমিন সাদী, ১২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী কাজী জিয়াউল হক, ১৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মো. রাজিউর রহমান, ১৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ, ১৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী সাইফুল বিন জলিল, ১৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী জাহাঙ্গীর হোসেন বাবুল, ১৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী হানিফ মাহমুদ, ১৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মোহাম্মদ শওকত আকবর, ১৯ নম্বর ওয়ার্ডে বিএনপির মো. রেজাউল করিম, ২০ নম্বর আওয়ামী লীগের মো. আনোয়ার হোসেন, ২১ নম্বর বিএনপির কাজী মাহবুবুর রহমান, ২২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের আজাদ হোসেন, ২৩ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী আনিসুজ্জামান, ২৪ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র মো. মুহিবুর রহমান, ২৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের এমদাদুউল্লাহ, ২৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের আবদুস সাত্তার ও ২৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের আবু হাসান।

সংরক্ষিত মহিলা ওয়ার্ডের জয়ী কাউন্সিলররা হলেন ১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের কাউছারা বেগম সুমি, ২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের নাদিয়া নাসরিন, ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের উম্মে কুলসুম, ৪ নম্বর ওয়ার্ডে বিএনপির রুমা আক্তার, ৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের নূরজাহান আলম পুতুল, ৬ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র নেহার বেগম, ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির তাহমিনা আক্তার, ৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের ফারহানা পারভীন ও ৯ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র শাহীন আক্তার।

(Visited ৫ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী