২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

৬ ঘণ্টা পর সিলেটে পরীক্ষামূলক আংশিক বিদ্যুৎ সরবরাহ শুরু

সিলেটে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে প্রায় ৬ ঘণ্টা পর পরীক্ষামূলক আংশিক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। শনিবার (১৮ জুন) সন্ধ্যায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর সোয়া ১২টার দিকে সিলেট নগরীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

জানা গেছে, কুমারগাঁও গ্রিড উপকেন্দ্র থেকে সেচ দিয়ে পানি সরিয়ে সিলেট নগরীর এসব জায়গায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। মূলত সিলেটে যেসব স্থান এখনো প্লাবিত হয়নি সেসব জায়গায় বিদ্যুৎ সংযোগ দেওয়া শুরু হয়েছে। তবে বন্যা কবলিত সুনামগঞ্জ জেলা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল কাদের জানান, পানি সেচে আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে কুমারগাঁও উপকেন্দ্রটি ফের চালু করা হয়েছে। পানি উঠে যাওয়ায় উপকেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর আমরা চেষ্টা করে, পানি সেচে সিলেট মহানগরীর কিছু স্থানে বিদ্যুৎ সংযোগ দিয়েছি।

(Visited ৯ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী