১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ |

দাগনভূঞার সিন্দুরপুরে আ’লীগের সম্মেলন

ফেনী প্রতিনিধি:

ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামীলীগ ও ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম। শনিবার বিকালে সিন্দুরপুর ইউপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সম্মেলনে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন দলের উপজেলা সভাপতি মাস্টার কামাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মামুন। বিশেষ অতিথি ছিলেন জেলা সহ-সহসভাপতি আকরাম হোসেন হুমায়ুন ও সিরাজ উদ্দৌলা, জেলা যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, জেলা যুবলীগের সাবেক যুুগ্ম-আহবায়ক ও সাবেক চেয়ারম্যান এডভোকেট এম. শাহজাহান সাজু, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অলি আহাম্মদ, জেলা ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক মহি উদ্দিন দিদার। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুর নবী।

প্রথম অধিবেশনে সিন্দুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার সফিকুর রহমানের সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা এম শহীদ হোসেন রানা ও কেন্দ্রীয় ছাত্র লীগের সদস্য সুমন চন্দ্র ভৌমিকের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও সাবেক ছাত্রলীগ নেতা কামাল হোসেন। আরও উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক মাস্টার আবদুর রহমান, যুগ্ম-সম্পাদক মো. আলমগীর, জেলা পরিষদ সদস্য ছালেহ আহাম্মদ হায়দার, গিয়াস উদ্দিন বিএ, উপজেলা আইস চেয়ারম্যান শাহীন মুন্সি, পূর্বচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রায়হান, রাজাপুর ইউপি চেয়ারম্যান কাশেদুল হক বাবর, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঞা, ইউপি যুবলীগ সভাপতি আজাদুল ইসলাম, সাবেক সভাপতি আলমগীর হোসেন মেম্বার, রাজাপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আজিজুল হক মনুসহ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ নেতা-কর্মীবৃন্দ।

দাগনভূঞা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মামুনের সঞ্চালনায় দ্বিতীয় অধিবেশনে সভাপতি-সাধারণ সম্পাদক পদে নাম উত্থাপনের আহবান জানানো হলে সভাপতি পদে মাস্টার শফিকুর রহমান, মাস্টার নুর মোহাম্মদ ও শহীদ হোসেন রানা, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক নুর নবী ও হাজী খোকনের সিভি জমা পড়ে। উপস্থিত কাউন্সিলরগণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির সিদ্ধান্তের উপর ছেড়ে দেন।

(Visited ৩৯ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী