২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

বিএনপি কোন উন্নয়নই চোখে দেখছে না : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য অন্তঃসারশূন্য। বিএনপি জনগণ কর্তৃক ধিকৃত একটি দলে পরিণত হয়েছে। আজ রবিবার (২১ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে এখন যে শান্তি বিরাজ করছে, এত অগ্রগতি হয়েছে, এত উন্নয়ন হয়েছে, তা বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে। অথচ বিএনপি কোন উন্নয়নই চোখে দেখছে না।

প্রিয়া সাহার মার্কিন প্রেসিডেন্টের কাছে বাংলাদেশ নিয়ে করা অভিযোগের বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আমি মনে করি প্রিয়া সাহার এই বক্তব্য দেশের বিরুদ্ধে। এদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে, তার বক্তব্য এরই বিরুদ্ধে এবং উদ্দেশ্যপ্রণোদিত।

হাছান মাহমুদ আরও বলেন, এ ব্যাপারে সরকার চিন্তা-ভাবনা করে পদক্ষেপ নেবে। এর জবাবদিহি তাকে করতেই হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রিয়া সাহার বক্তব্যে তার স্বামী মলয় সাহার কোন ইন্ধন আছে কি না, তা অনুসন্ধান করে দেখা হবে। মন্ত্রী বলেন, কিভাবে সে (প্রিয়া সাহা) বাংলাদেশের প্রতিনিধি হলো সেটাও খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, এ ধরনের একটি বিধ্বংসী বক্তব্য, দেশ বিরোধী বক্তব্য সে কেন দিয়েছে, তা তদন্তে নিশ্চয়ই বেরিয়ে আসবে।

(Visited ১৬ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বেসরকারি চাকরিজীবীদের বোবা কান্না
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
করোনায় সারাদেশে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯৮
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পেপসির সঙ্গে বিষ খাইয়ে খুন, যুবকের যাবজ্জীবন