২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ |

চলে গেলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু

ক্যান্সারে আক্রান্ত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার ভোর ৪টায় এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গিয়েছেন।

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েলের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শফিউল বারী বাবুর মৃত্যুতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন বলেও জানান শায়রুল।

শফিউল বারী বাবুর জন্মস্থান লক্ষ্মীপুর জেলার রামগতিে। তাঁর মৃত্যুতে পুরো লক্ষ্মীপুরের জনগণ শোকাহত।

এরআগে সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, শফিউল বারী বাবু বেশ কিছুদিন যাবৎ অসুস্থ, তার স্বাস্থ্যের আরও অবনতি হওয়ায় তাকে সোমবার সন্ধ্যায় আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পরে রাত ১টা ৫২ মিনিটে শফিউল বারী বাবুকে এ্যাপোলো হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

(Visited ৮০ times, ১ visits today)

আরও পড়ুন

মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয় – আল্লামা ইমাম হায়াত
করোনায় সারাদেশে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯৮
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পেপসির সঙ্গে বিষ খাইয়ে খুন, যুবকের যাবজ্জীবন
চাল আমদানির সুযোগ পাচ্ছে ১২৫ প্রতিষ্ঠান
প্রধানমন্ত্রী সন্তানদের সাথে পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ