১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

জন্মস্থান রামগতিতেই শফিউল বারী বাবুর সমাধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় পার্টি অফিসে সেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর প্রথম জানাযার নামাজ শেষ করে তাঁকে জন্মস্থান রামগতিতে নিয়ে যাওয়া হয়। রামগতি উপজেলার আব্দুল হাদি কলেজ প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। অতঃপর তাঁর বাড়ি সংলগ্ন মসজিদে তৃতীয় ও শেষ জানাজা শেষে তাঁকে মসজিদের নিকট দাফন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী ক্যান্সারে আক্রান্ত হয়ে
মঙ্গলবার ভোর ৪টায় এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গিয়েছেন।

শফিউল বারী বাবুর মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অন্যান্য নেতা কর্মী কান্নায় ভেঙ্গে পড়েন। শফিউল বারী বাবুর শূন্যতা কখনও পূরণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন নেতা-কর্মীরা।

এরআগে সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, শফিউল বারী বাবু বেশ কিছুদিন যাবৎ অসুস্থ, তার স্বাস্থ্যের আরও অবনতি হওয়ায় তাকে সোমবার সন্ধ্যায় আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পরে রাত ১টা ৫২ মিনিটে শফিউল বারী বাবুকে এ্যাপোলো হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

(Visited ৬০ times, ১ visits today)

আরও পড়ুন

কুমিল্লার মেয়র হলেন আরফানুল হক রিফাত
তিতুমীর কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আব্দুল্লাহ হাসান ছোটন
বিএনপিকে আগুন নিয়ে না খেলতে সতর্ক করেছেন : ওবায়দুল কাদের
তারেকের স্ত্রী জোবায়দাকে পলাতক ঘোষণা করেছেন আপিল বিভাগ
বিএনপিকে জনকল্যাণকর রাজনীতির পথে ফিরে আসতে আহ্বান
শিক্ষাঙ্গনে সন্ত্রাস-নৈরাজ্য অবসানে প্রতিবাদ সমাবেশ
ঢাকা প্রেসক্লাবের সামনে যুবদলের বিক্ষোভ সমাবেশ
আলোচিত পি কে হালদার আওয়ামী লীগের কেউ নয়