২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

টুইটার প্রধানকে কঙ্গনার হুমকি

‘তাণ্ডব’ নিয়ে বিতর্ক চলছেই। আর সেই আগুনেই ঘি ঢেলেছিল কঙ্গনা রানাউতের টুইট। বিদ্বেষ ছড়ানোর অভিযোগে অভিনেত্রীর টুইটার হ্যান্ডেলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে টুইটার কর্তৃপক্ষ। তবে এতেও থেমে যাননি বলিউডের ‘কুইন’। পাল্টা আক্রমণে তিনি টুইটারের প্রধান জ্যাক ডোরসেকে হুমকি দিয়ে বলেন, ‘তোমাদের বেঁচে থাকা দুষ্কর করে দেব।’

‘তাণ্ডব’ নিয়ে দেশজুড়ে চলা বিতর্কের মাঝে কঙ্গনা তার টুইটে লিখেছিলেন, শুধু হিন্দু ভাবাবেগে নয়, দর্শকদের উপর অত্যাচার করা হচ্ছে। এমনকি ‘তাণ্ডব’ এর নির্মাতাদের অবিলম্বে গ্রেফতারের দাবিও জানিয়েছিলেন কঙ্গনা। এখানেই শেষ নয়। আরো একটি টুইটে কঙ্গনা লেখেন, ‘ভগবান কৃষ্ণও শিশুপালের ৯৯টি ভুল ক্ষমা করে দিয়েছিলেন। প্রথমে শান্তি, তারপর ক্রান্তি। এবার ওদের মাথা কেটে নেওয়ার সময় এসেছে।…জয় শ্রী কৃষ্ণ।’

পরে, আরো একটি টুইটে কঙ্গনা লেখেন, ‘যে স্বাধীনচেতাগণ মায়ের কোলে ভয়ে লুকিয়ে কাঁদছেন, তারা শুনুন। আমি তোমাদের মাথা কাটার কথা বলিনি। আমিও জানি পোকামাকড় মারার জন্য কীটনাশকের প্রয়োজন হয়।’

যদিও পরে কঙ্গনা টুইটটি মুছে দেন। তবে কঙ্গনার বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ করেন নেটিজেনদের একাংশ। একাধিক অভিযোগের পরই অভিনেত্রীর টুইটার হ্যান্ডেলটিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে টুইটার কর্তৃপক্ষ।

তার টুইটার অ্যাকাউন্টের উপর লাগাম পরানোর পর চটে গিয়ে অভিযোগকারী ও টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে বিষোদ্গার করেন কঙ্গনা। পাল্টা হুমকি দিয়ে লেখেন, তাকে ভার্চুয়াল জগতে থামানো হলেও বাস্তবে তিনি থামবেন না। সকলের বেঁচে থাকা দুষ্কর করে দেবেন।

(Visited ৯ times, ১ visits today)

আরও পড়ুন

ক্যামেরার পেছনেও কাজ করার পরিকল্পনা রয়েছে: আজম খান
নিষিদ্ধ হলো শিয়াদের বির্তকিত ‘লেডি অভ হ্যাভেন’সিনেমা
ফেসবুকে ‘পদ্মা ও মেঘনা’ বিভাগ নিয়ে বিভ্রান্ত্রি
বসুন্ধরা ডিজিটাল এ নতুন নাটক ‘মিডল ক্লাস লাভ স্টোরি’
চলচ্চিত্রের বিকাশ সমাজকে বিপথগামিতা থেকে রক্ষায় সহায়ক
অবশেষে ফেসবুকের আপত্তিকর পোস্ট অপসারণ হচ্ছে
আলী কুলি মির্জার সাথে এপিরাসের নতুন গান ‘তুরা তুরা’!
স্বামী নাঈমের জন্য দোয়া চাইলেন শাবনাজ