১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রতিষ্ঠিত স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন জীবন আলো। নিরুপায় হয়ে জরুরী প্রয়োজনে যারাই রক্তের জন্য অসহায় হয়ে পড়তেন তাদের পাশে গত ৬ বছর ধরে স্বেচ্ছায় রক্তদান করে আসছে সংগঠনটি। রক্তদানের পাশাপাশি সংগঠনটি অবদান রাখছে সামাজিক কর্মকাণ্ডেও।

করোনার মহামারীতেও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। গত তিন বছর ধরে সংগঠনটি ঈদুল আযহার সময় অসহায় মানুষের মাঝে একবেলা আহার তুলে দিতে মাংস বিতরণ করছেন। প্রতিবছরের মত এবারও তাদের কার্যক্রম থেমে থাকেনি।

প্রতিবছরের মত এবারও ১০০ অসহায় পরিবারের মাঝে তারা মাংস বিতরণ করেন।

জীবন আলোর আহবায়ক আশ্রাফুল ইসলাম রাফি ও যুগ্ন-আহবায়ক রায়হান শরীফ রিয়াজের পরিচালনায় ও জীবন আলোর ফাউন্ডেশনের বিভিন্ন শাখার সদস্যদের নিয়ে গত ১১জুলাই সকাল ১০টায় চর এলাহী নদী ভাঙ্গন এলাকায় ১-৩-৯নং ওয়ার্ডে মাংস বিতরণ করা হয়।

জীবন আলোর আহবায়ক আশ্রাফুল ইসলাম রাফি বলেন, জীবন আলোর একঝাঁক তরুণ যারা মানুষের সেবার ব্রত নিয়ে গত ছয় বছর যাবত কাজ করছেন। আমাদের লক্ষ্য আছে সবসময় মানুষের পাশে থেকে কাজ করার। সেই সাথে আমাদের ইতিবাচক কাজে সমাজের বিত্তবানরা আমাদের পাশে থেকে অনুপ্রেরণা দিবেন বলে আমি আশা করি।

(Visited ১৭ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ
পেপসির সঙ্গে বিষ খাইয়ে খুন, যুবকের যাবজ্জীবন