২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

পাটগ্রাম অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাক্টর দিয়ে অবৈধভাবে ধরলা নদী থেকে বালু উত্তোলন করায় আপেল মাহমুদ নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ভোরে পাটগ্রাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বেংকান্দা এলাকার ধরলা নদীর পাড়ে সরকারি নির্দেশনা অমান্য করে ট্রাক্টর দিয়ে অবৈধভাবে বালু তুলছিলেন।

দণ্ডপ্রাপ্ত আপেল মাহমুদ পাটগ্রাম পৌরসভার বানিয়াপাড়া এলাকার আব্দুস সোবহানের ছেলে।

পাটগ্রাম উপজেলার ধরলা নদীতে রাবার ড্যামের পাশে বেংকান্দা এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে ট্রাক্টর দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মশিউর রহমান ও পাটগ্রাম থানার পুলিশকে সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। ওই সময় ৩টি বালুসহ ট্রলি আটক করে, আপেল মাহমুদ নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মশিউর রহমান বলেন, ধরলা নদী থেকে অবৈধভাবে ট্রাক্টর দিয়ে বালু উত্তোলন করায় তাকে জরিমানা করা হয়। যারা আইন মানছেন না তাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হচ্ছে।

(Visited ১৪ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ