১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

সেনবাগে নতুন করে আরও ৩ জনের করোনা শনাক্ত, বাড়ি লকডাউন

সেনবাগ উপজেলায় নতুন করে আরও ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।এরা হচ্ছে কাবিলপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের জেসমিন আক্তার (৪০),বর্তমানে সে পৌর শহরের আজিম চৌধুরীর টিনশেডে ভাড়া বাসায় থাকে, বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের সাইফুল ইসলাম সুজন (২৯) ও সেনবাগ পৌরসভার বিন্নাগুনি গ্রামের দিদার হোসেন (৩২)। বিষয়টি নিশ্চত করেছে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মতিউর রহমান।

এর আগে শুক্রবার ওই ৩ জনের উপসর্গ দেখা দিলে তারা করোনা পরীক্ষার জন্য সেনবাগ সরকারি হাসপাতালে নমুনা সরবরাহ করে।
এরপর নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরিত নমুনা পরীক্ষার পর শুক্রবার তাদের শরীরে করোনা শনাক্ত হয় বলে হাসপাতালের পিসিআর ল্যাব থেকে বিষয়টি সেনবাগ উপজেলা স্বাস্থ্য বিভাগকে অবহিত করা হয়।
এরপর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাক্তার মতিউর রহমানের নির্দেশনায় সকাল থেকে পর্যায়ক্রমে ওই ৩টি বাড়ি লকডাউন ঘোষণা করে এবং করোনায় আক্রান্ত রোগীদের হোম আইসোলেশনে রেখে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডাক্তার নির্ণয় পাল,স্বাস্থ্য পরিদর্শক ওবায়দুল হক ও সেনবাগ থানার এস আই আল আমিন, স্বাস্থ্য পরিদর্শক মোঃ ওমর ফারুক প্রমুখ।এ নিয়ে সেনবাগে করোনায় ৩২ জন সংক্রমিত হয়েছে।

(Visited ৫০ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ