১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ |

করোনাভাইরাস; ময়মনসিংহে আক্রান্ত ১৬০০ ছাড়াল

ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৭ জনের করোনা শনাক্ত সহ এপর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬০০শত ১৩ জন।
ময়মনসিংহে করোনা পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে।ময়মনসিংহ বিভাগে নতুন করে আরো ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.চিত্তরঞ্জন দেবনাথ জানান, নতুন করে ল্যাবে ৭৫২ টি নমুনা পরীক্ষা করা হয়। করোনা পজেটিভ অাসে ৪০ জনের। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ৩৩২টি নমুনা পরিক্ষায় জেলাতে ১৭ জনের করোনা পজেটিভ হয়।
বিভাগে আক্রান্তের মধ্যে নেত্রকোনায় ১ জন, জামালপুরে ১৭ জনের মধ্যে সদরে ৯ জন, সরিষাবাড়িতে ২ জন ও মাদারগঞ্জে ২ জন,দেওয়ানগঞ্জে ২ জন,ইসলামপুরে ১ জন ও মেলান্দহে ১ জন আক্রান্ত। এর মধ্যে অন্য জেলায় আরো ৫ জন আক্রান্ত হয়েছেন।

ময়মনসিংহ সিভিল সার্জন ডা.এবিএম মসিউল আলম জানান, নতুন করে ময়মনসিংহ জেলাতে ১৭ জন সহ এ পর্যন্ত
অাক্রান্তের সংখ্যা দাড়াঁল ১৬১৩ জন।
আক্রান্তদের মধ্যে সিটি করপোরেশন ও সদরে ৫ জন,ভালুকায় ৫ জন,ঈশ্বরগঞ্জে ১ জন, নান্দাইলে ১ জন, হালুয়াঘাটে ৫ জন রয়েছে।

জানা যায়, ময়মনসিংহ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৬১৩ জন,আইশোলেশনে ভর্তি রয়েছেন ৮৭ জন,বাড়িতে চিকিৎসাধীন ৯১০ জন, সুস্থ হয়েছেন ৫৮৭ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ১৯ জন।

(Visited ১২ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ