১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ |

মানিকগঞ্জে সাপের কামড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

মানিকগঞ্জে সাপের কামড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জেলার শিবালয় ও ঘিওর উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ঘিওর উপজেলার বড়টিয়া গ্রামের আবুল বাশারের ছেলে ও ঘিওর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র নয়ন মিয়া (১৮) এবং শিবালয় উপজেলার প্রবাসী আব্দুল কাদেরের ছেলে ও টাঙ্গাইল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র হাসিবুল হাসান (১৫)।

নিহতদের পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, বড়টিয়া গ্রামের কলেজছাত্র নয়ন শনিবার দিবাগত রাত ৮টার দিকে পার্শ্ববর্তী এক বাড়ির ডিসের লাইন মেরামত করে ফেরার সময় তাকে বিষাক্ত সাপে দংশন করে। প্রথমে বিষয়টিতে নয়ন ও তার পরিবারের সদস্যরা গুরুত্ব দেয়নি। পরে তাকে স্থানীয় ওঝার মাধ্যমে ঝাড়ফুক দেয়া হয়। কিন্তু তারপরও অবস্থা খারাপের দিকে গেলে রাত ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অপর ঘটনাটি ঘটে জেলার শিবালয় উপজেলার দিয়ারচর শাকরাইল গ্রামে। শনিবার বিকেলে স্কুলছাত্র হাসিবুল ঘুড়ি ওড়াতে গেলে সাপ তাকে কামড় দেয়। তাকেও প্রথমে ওঝার মাধ্যমে ঝাড়ফুক দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু সেখানে সাপের কামড়ের ভ্যাকসিন না থাকায় তাকে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সেই মারা যায় হাবিবুল। বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক ইউপি সদস্য আব্দুল হক।

(Visited ৫৭ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ