২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

সোনারগাঁয়ে করোনা উপসর্গ নিয়ে একদিনে ৩জনের মৃত্যু

করোনার ২য় হটস্পট সোনারগাঁওয়ে হুড়হুড় করে বাড়ছে করোনায় আক্রান্তের সাথে মৃত্যুর সংখ্যা ।
এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২জুন) এক দিনেই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন।
এদের মধ্যে ২ জন পুরুষসহ ১ জন মহিলা।
জানা যায়, মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী চিনিস গ্রামে করোনার উপসর্গ নিয়ে মেয়ের পর মা আবেদুন নেছা (৬৫) মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানান, উপজেলার বাড়ী চিনিষ গ্রামে মৃত হেকমত ব্যাপারী বড় মেয়ে নারগিস আক্তার গত ১৬ মে করোনার উপসর্গ নিয়ে মারা যান।
এদিকে, উপজেলার বারদি ইউনিয়নে করোনার উপসর্গ নিয়ে আবুল বাশার ও মুকবুল হোসেন নামের দুই জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে বড় আলমদী ও দুপুরে দৈলেরদী গ্রামের এই দুই ব্যক্তি মৃত্যুবরণ করেন।

এলাকাবাসী জানান, উপজেলা বারদি ইউনিয়নে দৈলেরদী গ্রামের মৃত আসন আলীর ছেলে মুকবুর হোসেন (৪০) গত কয়েকদিন ধরে ঠান্ডা, জ্বর ও কাশিতে ভুগছিলেন। সে জন্য তিনি করোনার নমুনা পরিক্ষা করেন। কিন্তু রির্পোট এখনো আসেনি।

অপরদিকে, বারদী ৯নং ওয়ার্ডের বড় আলমদী গ্রামের মৃত মাহাব্বত আলীর ছেলে আবুল বাশার (৬০) কতদিন যাবত জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন।
দু’জনই শ্বাসকষ্ট বেড়ে গিয়ে মৃত্যু বরণ করেন।

(Visited ৪০ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ