১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ |

ময়মনসিংহে রাতের আধারে বসতবাড়ীতে আগুন

ময়মনসিংহে এক ওয়েল্ডিং মিস্রীর বসতবাড়ী আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১টার দিকে নগরীর ২৩নং ওয়ার্ল্ডের সুতিয়াখালি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রবিবার (১২জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি বসতঘর। এলাকাবাসী দেখতে আসে পুড়ে যাওয়া বসতভিটা। বাড়ির লোকজন হাউমাউ করে কান্নাকাটি করছে।

স্থানীয়রা জানায়,গেলো রাতে স্থানীয় ওয়াল্ডিং মিস্রী মোফাজ্জল হোসেনের বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত। আগুন চারদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসী পানি দিয়ে নেবানোর চেষ্টা করে ব্যর্থ হয়। তখন স্থানীয়দের মাঝে আতঙ্ক শুরু হয়। তখন খবর পেয়ে ফায়ারসার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৮টি বসতবাড়ী পুড়ে ছাঁই হয়ে যায়।

ওয়াল্ডিং মিস্রী মোফাজ্জল হোসেন জানান, তার ভাই বৈদ্যুতিক মিস্রী ফজলুল হক ফজুকে গত তিনদিন আগে (৯জুলাই) স্থানীয় জনি, অনি,নাসিম বাসায় ডেকে নিয়ে যান। এর আগে ফজুর কাছে তাদের পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ফজুকে তারা তিনজন মারধর করে। এ ঘটনায় দু’জনের মাঝে উত্তেজনা বিরাজ করে। এরই ঝের ধরে আগুন লাগানো হয়েছে দাবী করেন ওয়েল্ডিং মিস্রী মোফাজ্জল হোসেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। তবে জনি, অনি,নাসিমের সাথে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি।

বৈদ্যুতিক মিস্রী ফজলুল হক ফজু (৩৫) জানান, আমরা গরীব দেখে আমাদের বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। যখন বাড়িগুলো আগুনে পুড়ছিলো তখন মনে হচ্ছিলো আমাকেই পুড়ানো হচ্ছে।

মোফাজ্জল হোসেনের মা রাবেয়া খাতুন জানান,
রাতের আধাঁরে আমাদের ৮টি বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। ঘরে থাকা আসবাবপত্র, চাল ও স্বর্ণালংকারসহ সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় ১৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করেন।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

(Visited ১৪ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’
নোয়াখালীতে প্রবাসীকে মারধর ও লুটপাটের অভিযোগ