২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি ফোরামের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত

বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি ফোরামের উদ্যোগে আজ জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজধানীর মতিঝিলস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সন্ধ্যায় প্রতিষ্ঠাতা সভাপতি কাজী নেয়ামুল বশিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি ফোরামের উপদেষ্টা ও নোবিপ্রবি’র ডীন ডক্টর মোহাম্মদ ইউসুফ মিঞা।

সংগঠনের সাধারণ সম্পদক মো. সিরাজুল ইসলাম আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপদেষ্টা গাজী এমদাদ, প্রেসিডিয়াম মেম্বার কথাসাহিত্যিক ও সাংবাদিক তানভীর আলাদিন, প্রেসিডিয়াম মেম্বার কামরুল হাসান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ভুঁইয়া।

বক্তৃতা করেন- যুগ্ম সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান বাবু, দফতর সম্পাদক মহিউদ্দিন মাহমুদ বাবলু, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক বকুল হোসেন হৃদয় ও মহিলা বিষয়ক সম্পাদক সুমী আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধ্বংস করতেই ১৫ই আগস্ট আর ৩রা নভেম্বরের মতো এই জঘন্য হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে। তারা বলেন, খুনী মোস্তাক আর ফারুক-রশীদের নেপথ্য পরিচালক ছিলেন ক্ষমতালোভী জিয়াউর রহমান। এর ধারাবাহিকতায় ২১শে আগস্টের গ্রেনেড হামলা করে পাকিস্তানপন্থী জিয়া ও তার অনুসারীরা প্রমাণ করে যাচ্ছে তারা এখনো তাদের ষড়যন্ত্রে লিপ্ত।

আলোচনা সভার পরে দোয়া মাহফিলে জাতির পিতাসহ ১৫ই আগস্টের সকল শহীদ ও জেলহত্যা দিবসের শহীদ চারনেতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন- কাজি নেয়ামুল বশির।

(Visited ৮৪ times, ১ visits today)

আরও পড়ুন

হযরত খাজাবাবা (রঃ) ও জামে আওলিয়া কেরামের পথ পূণরুদ্ধার সম্মেলন অনুষ্ঠিত
বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলিম এর সহধর্মীনি নুরজাহান বেগম আর নেই
ফজলে রাব্বীর আসনে নৌকার হাল ধরতে চান যারা
মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবসে ফেনীতে র‍্যালী
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ
এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষির অভিযোগ
বঙ্গবন্ধুর সমাধীস্থলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শ্রদ্ধাঞ্জলী
অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করল ‘জীবন আলো’