২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

বাংলাদেশ থেকে কবে ফিরতে পারবেন গ্রীসে?

গ্রীক সিভিল এভিয়েশন সার্ভিস (CAS) আকাশযান ব্যাবহারে গত শুক্রবার আবার নতুন করে কিছু ঘোষনা দিয়েছে।
১/ আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামার জন্য শুধু এথেন্স আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়া অন্য কোন বিমান বন্দর ব্যাবহার করা যাবে না।
২/৩১ শে মে মধ্যরাত পর্যন্ত ইটালী, নেদারল্যান্ডস, স্পেন ও যুক্তরাষ্ট্রের কোন ফ্লাইট গ্রীসে আসবে না।
৩/১৪ই মে থেকে গ্রীসে আলবেনিয়া, নর্থ মাকেডোনিয়া ও তুরস্ক থেকে ফ্লাইট চলাচল করতে পারবে।
৪/ ইউরোপের বাইরের সকল ফ্লাইট গুলো (বাংলাদেশসহ) ৩১ শে মের পর চলাচল করতে পারবে গ্রীসে ।
৫/কারগো , মিলিটারী ও মেডিক্যাল সামগ্রী, ফ্রনটেক্স ও গ্রীক নাগরিকদের দেশে ফিরে আসার ফ্লাইট গুলো চলবে।
৬/স্যাংগেন, টুরিস্ট, শিক্ষা, চিকিৎসা ভিসা, ট্রভেলপাসসহ সব কিছু গ্রীক কনস্যূলেটের নির্দেশনা অনুযায়ী চলবে।
৭/গ্রীসের আভ্যন্তরীন ফ্লাইট গুলো ১৪ ই মে থেকে চালু হবে।

এজিয়ান এয়ারলাইন্স ১৮ থেকে ২৫ মে চালু করবে, এয়ার ফ্রান্স ২৩ শে মে গ্রীসের ফ্লাইট চালু করবে, এতিহাদ ১৬ ই মে, তুর্কীস এয়ারলাইন্স ১৪ ই জুন গ্রীসের ফ্লাইট চালু দেবে। কাতার এয়ারলাইন্সের ফ্লাইট এপ্রিল মে থেকে ৩০ টি গন্তব্যে চলছে, আরো ৮০ টু গন্তব্যে জুনের শেষ থেকে চলবে। আমেরিকান এয়ারলাইন্স জুন মাস থেকে ও এয়ার কানাডা ২৫ শে জুন থেকে চলবে।

(Visited ৩২ times, ১ visits today)

আরও পড়ুন

৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে শ্রমিক প্রেরণ প্রক্রিয়া শুরু
বৈদেশিক কর্মসংস্থানের নতুন রেকর্ড করেছে বাংলাদেশ
আরব আমিরাত বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উদযাপন
আরব আমিরাতে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা
ফ্রান্স ফেনী সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক কাজি জাফর নির্বাচিত
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২০৫ শ্রমিক আটক
সাত মরদেহসহ লিবিয়া থেকে ফিরলেন ১৪৮ বাংলাদেশি
কাতার বিশ্বকাপ প্রস্তুতিতে বাংলাদেশি ১০১৮ শ্রমিকের মৃত্যু