১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ |

এবারের বইমেলায় পাওয়া যাবে আয়েশা মুন্নির তিনটি বই

এবারের বইমেলায় কবি ও লেখক আয়েশা মুন্নি’র নতুন ১ টি বই এসেছে “বকুল থেকে বৃন্দাবন অতঃপর” এছাড়াও তাঁর আরো ২ টি বই পাওয়া যাবে।

বইমেলায় ২০২২ তারুণ্যের কবি ও লেখক আয়েশা মুন্নি এর নতুন তিনটি বই পাওয়া যাচ্ছে নাগরী ও চৈতন্য প্রকাশনী।

নাগরী স্টল- ৪৮০,৪৮১ পাওয়া যাবে কবিতার বই বকুল থেকে বৃন্দাবন অতঃপর এবং শিল্পস্নান।

চৈতন্য স্টল নং ৫৭৬-৫৭৭ স্টলে পাওয়া যাবে গল্পের বই ভালোবাসার চারণভূমি।

আয়েশা মুন্নির জন্ম ৩০ জানুয়ারি ১৯৭৯ ইং। জন্মস্থান: আগ্রাবাদ, চট্টগ্রাম। বাবা: ফজলুল করিম। মা: চশমে জাহান। স্বামী: মোঃজামশেদ আলম। কন্যা: ফাইরুজ আলম প্রাপ্তি এবং পুত্র: ফাইয়াজ আলম প্রাচুর্য কে নিয়ে তাঁর সংসার। স্কুল জীবন থেকেই তিনি লেখালেখির করেন। পরিবার ও লেখালেখির পাশাপাশি তিনি ব্যবসায় জড়িত।

এর আগে তার প্রকাশিত ১০ টি বই হচ্ছে: নীলাভ দূরত্ব (কবিতা), স্বপ্নশব (কবিতা), অমরাবতীর কথা (গল্প), ইচ্ছে করে আকাশ ছুঁতে (শিশুতোষ ছড়া), গল্পে গল্পে স্বরবর্ণ (শিশুতোষ গল্প), রঙিন রোদচশমা (কবিতা) , কয়েন (কিশোর গল্প), শিল্পস্নান (কবিতা), ভালোবাসার চারণভূমি (গল্প), আবছায়ার অন্তরালে (কবিতা)।

(Visited ৪ times, ১ visits today)

আরও পড়ুন

ময়মনসিংহে জমজমাট নজরুল জন্মজয়ন্তী মেলা
বনানীতে স্ত্রীর পাশে সমাহিত হবেন আব্দুল গাফফার চৌধুরী
অদম্য সাহসী দীপু মনি
অধ্যাপক ডাঃ মোহাম্মদ নজরুল ইসলামের কবিতা ‘স্বপ্নদ্রষ্টা’
কিছু কথা বলতে চাই
প্রগতিশীল জনতা সবাই হও একতা
অনলাইন বইমেলা শুরু কাল থেকে
অমর একুশে বইমেলা ১৮ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত