২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ |

অধ্যাপক ডাঃ মোহাম্মদ নজরুল ইসলামের কবিতা ‘স্বপ্নদ্রষ্টা’

স্বপ্নদ্রষ্টা

চিন নাকি ওরে
ঐ বীরজনে
ছিনিলো-রে
যে বিজয়।

দূর্বার বেগে
শত্রু বধিল
মনে ছিলনা-রে ভয়।

অনেক সাহসী সেই মুজিবরে
রাখিও মনের কোঠায়।
স্বাধীন হলো রে
থাকি এই বাংলায় ।

বাংলার জল, বাংলার স্থল
বাংলার জনগণ।
স্মরিবে তাহারে, চিরদিন ওরে
হবে না তার মরণ।

লেখকঃ অধ্যাপক ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম
লেখক, কবি ও চেয়ারম্যান কিডনী রোগ বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

(Visited ৫ times, ১ visits today)

আরও পড়ুন

ময়মনসিংহে জমজমাট নজরুল জন্মজয়ন্তী মেলা
বনানীতে স্ত্রীর পাশে সমাহিত হবেন আব্দুল গাফফার চৌধুরী
অদম্য সাহসী দীপু মনি
এবারের বইমেলায় পাওয়া যাবে আয়েশা মুন্নির তিনটি বই
কিছু কথা বলতে চাই
প্রগতিশীল জনতা সবাই হও একতা
অনলাইন বইমেলা শুরু কাল থেকে
অমর একুশে বইমেলা ১৮ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত