১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ |

অদম্য সাহসী দীপু মনি

শঙ্খাহীন পথে ছুটছে, লড়াই চলছে
সত্য -মিথ্যার লড়াই ;
চারদিকে অশোভন শক্তির মায়াজালে বিস্তৃত।
নিন্দুকের নিন্দা পিছনে ফেলে,
উল্কার মত ছুটে চলছে জীবন রথ
শত কষ্ট -যন্ত্রণা চেপে রেখে,
দেশপ্রেমের টানে জীবন তরী ভেসে চলছে অজানার পথে,,,
নাম তার দীপু মনি
ভয় করেনা কোনো অশুভ শক্তির চোখ রাঙানি,,,
তাইতো তিনি সবার চোখের মনি।
তিনি নির্ভীক অকতোভয় সৈনিক
পরওয়া করেনা নিন্দুকের ইন্দ্রজাল
সততে মননে রয়েছে বীরত্বের হুংকার,
সকল অমানিশা কেটে উদিত হয় নবারুণ সূর্য বারবার,,,
জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে,
আমাদের মেঘনা পাড়ের রাণী দীপু কে দরকার আবার..

৩১তম বিসিএস (সাধারণ শিক্ষা)
সহকারী অধ্যাপক
মোবাইল ঃ০১৭১২৫৯৮৩২৮

(Visited ৪ times, ১ visits today)

আরও পড়ুন

ময়মনসিংহে জমজমাট নজরুল জন্মজয়ন্তী মেলা
বনানীতে স্ত্রীর পাশে সমাহিত হবেন আব্দুল গাফফার চৌধুরী
অধ্যাপক ডাঃ মোহাম্মদ নজরুল ইসলামের কবিতা ‘স্বপ্নদ্রষ্টা’
এবারের বইমেলায় পাওয়া যাবে আয়েশা মুন্নির তিনটি বই
কিছু কথা বলতে চাই
প্রগতিশীল জনতা সবাই হও একতা
অনলাইন বইমেলা শুরু কাল থেকে
অমর একুশে বইমেলা ১৮ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত